সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আসামে নাগরিকত্ব হরণের চক্রান্ত রুখে দিতে হবে

—ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ভারতের মোদি সরকার সে দেশের আসামে বসবাসকারী ৪০ লাখ বাংলা ভাষাভাষী বিশেষ করে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে তাদের বিতাড়নের চক্রান্ত করছে। এ ধরনের সিদ্ধান্ত অমানবিক ও আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। এরূপ চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ চক্রান্ত রুখে দিতে হবে। গতকাল পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

ইউনুছ আহমাদ আরও বলেন, রাষ্ট্র দলমত নির্বিশেষে সব নাগরিকের। নাগরিকত্ব ও মানবাধিকার রক্ষা করার দায়িত্ব সরকারের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর