সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

প্রযুক্তি আইন আন্দোলন দমনে ব্যবহার হচ্ছে : জয়নুল

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, তথ্য-প্রযুক্তি আইনটি বিতর্কিত আইন। এই আইনকে কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহার করছে সরকার। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের গ্রেফতার ও নির্যাতন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আহসান উল্লাহ ছাড়াও এএনএম আবেদ রেজা ও ব্যারিস্টার এহসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নুল আবেদীন বলেন, ন্যায্য আন্দোলন করতে গিয়ে বহু ছাত্রছাত্রী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। এটা খুবই অমানবিক। তাদের দ্রুত মুক্তি দিতে হবে। তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক ছিল বলে আমরা মনে করি। সরকারও এর যৌক্তিকতা স্বীকার করেছে। আইনজীবী সমিতির সভাপতি বলেন, যারা এ আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা কোনো রাজনৈতিক দলের লেজুড় ভিত্তিক অঙ্গ সংগঠনের সদস্য ছিল না। এখন নামে-বেনামে অনেক মামলা-মোকদ্দমা দায়ের করেছে। আন্দোলনকারীদের গণ গ্রেফতার মূল লক্ষ্যে পরিণত করেছে। তিনি বলেন, আমরা দেখেছি হেলমেটধারী সন্ত্রাসীরা ছাত্রছাত্রী ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হলেও আন্দোলনকারীদের ওপর সহিংসতা চালানোর দায়ে কারও বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অনলাইন জগতে কড়া নজরদারি চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর