সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, কাজী সিরাজ ছিলেন সত্য প্রকাশে নির্ভীক। তিনি আজীবন তার লেখনীর মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন। লোভ-লালসা তাকে স্পর্শ করতে পারেনি এবং তিনি দলীয় সংকীর্ণতার কাছে কখনো নতিস্বীকার করেননি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সিনিয়র সাংবাদিক ও ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজী সিরাজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার , সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সমাজ ও পরিবেশ উন্নয়ন কর্মী আতিকুর রহমান সালু, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও মরহুম কাজী সিরাজের পত্নী সাবেক এমপি শাহরিয়ার আক্তার বুলু প্রমুখ।