বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

৪০ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪ জনসহ মোট ১ হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গতকাল বলেন, বর্তমানে একইসঙ্গে একাধিক বিসিএসের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এটি চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। বিসিএসে উত্তীর্ণরা অনেকে ক্যাডারে নিয়োগ না পেলেও তারা নন ক্যাডারে নিয়োগ পাচ্ছেন। এজন্য বিসিএসের প্রতি তরুণ-তরুণীর আগ্রহ বাড়ছে। চেয়ারম্যান আরও বলেন, বিজ্ঞপ্তির ১৮ (চ) অনুযায়ী এ বিসিএসের চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে। 

জানা গেছে, ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে ৩০ সেপ্টেম্বর। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর