সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের উপদেষ্টা পরিষদ গঠিত

প্রতিদিন ডেস্ক

মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী-লেখক ও মার্কিন রাজনীতিক ড. নূরন্নবীকে প্রধান করে ৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করল যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম। সদস্যরা হলেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং কণ্ঠযোদ্ধা শহীদ হাসান। ১১ সেপ্টেম্বর ফোরামের কার্যকরী কমিটির বৈঠকে সাংগঠনিক সম্পাদক নূরল আমিন বাবুকে সহকারী সাধারণ সম্পাদক হিসেবে পদোন্নতি প্রদান করায় সেই শূন্য পদে প্রচার সম্পাদক শুভ রায়কে অধিষ্ঠিত করা হয়। কম্যুনিটি অ্যাক্টিভিস্ট উইলি নন্দকে সাংস্কৃতিক সম্পাদক নিযুক্ত করা হয়েছে। শহীদ পরিবারের সন্তান নাহিদ সিতারা নজরুলকে সহ-সভাপতি নিযুক্ত করা হয়। কার্যকরী কমিটি পুনর্গঠনের এসব তথ্য শিগগিরই কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে। খবর এনআরবি নিউজ।

ফোরামের সভাপতি মুুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারির পরিচালনায় সভায় বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য মহিলা সম্পাদিকা সবিতা দাসকে আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক শুভ রায়কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। নতুন প্রজন্মের অংশগ্রহণে বিজয়ের রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে কম্যুনিটির সব টিউটোরিয়াল, বাংলা ও সংগীত শিক্ষার স্কুলে যোগাযোগের সিদ্ধান্তও হয়েছে। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারুন ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ড. রফিক আহমেদ এবং সাংবাদিক কানু দত্ত। সভার সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সমাবেশে যোগদানের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর