সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

২০১৪ সালেই সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করেছি : অর্থমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নির্বাচনে সব দল যাতে অশংগ্রহণ করে সেই ব্যবস্থা আমরা ২০১৪ সালেই নিশ্চিত করেছি। নতুন করে নিশ্চিত করার প্রয়োজন নেই। সে প্রক্রিয়া অবলম্বন করলে নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারে। এতে করে একটি অবাধ ও স্বাধীন নির্বাচন হতে পারে, অগেও যার উদাহরণ রয়েছে। গতকাল দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেইল একাডেমি আয়োজিত ‘মেয়েদের শিক্ষা ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি অতীতে একটা বড় দল ছিল, কিন্তু এখন আছে কি না- আমার সন্দেহ রয়েছে।’ নির্বাচনকালীন মন্ত্রিসভার ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, ‘সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে প্রয়োজনে নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করা যেতে পারে। সংসদের বাইরে থাকা কোনো দলকে এই মন্ত্রিসভায় নেওয়ার সুযোগ নেই।’ জাতীয় ঐক্য প্রক্রিয়াকে ‘জিরো’ আখ্যা দিয়ে প্রবীণ এই মন্ত্রী প্রশ্ন করেন, ‘কে কে করেছে এই জাতীয় ঐক্য? এটা অনেকগুলো জিরোর যোগফল। জিরো প্লাস জিরো ইকোয়েলটু জিরো।’ সেমিনারে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন তাদের মতামত তুলে ধরেন।

সর্বশেষ খবর