সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘সংসদ ভেঙে দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে দল নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-মার্কসবাদী ও বাংলাদেশ বামফ্রন্ট। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় সংগঠনের নেতারা এ দাবি জানান। এতে সভাপতিত্ব করেন বামফ্রন্টের চেয়ারম্যান ডা. এম এ সামাদ। বক্তৃতা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, মার্কসবাদী ছাত্র মঞ্চের সভাপতি মামুন খান, মার্কসবাদী যুব মঞ্চের সভাপতি সোহেল সামাদ প্রমুখ। বর্তমান সরকারকে জনগণের সমর্থনহীন আখ্যায়িত করে ডা. এম এ সামাদ বলেন, সংসদ বহাল রেখে সব দল ও জনগণের জন্য নির্বাচনের সমান সুযোগ তৈরি হবে না। অক্টোবর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। অথচ দেশে এখন পর্যন্ত অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়নি। তিনি বলেন, ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে চাচ্ছে সরকার। রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকার পরও নির্বাচন কমিশন বিতর্কিত ইভিএম ব্যবস্থা সংযুক্ত করার প্রস্তাব দিয়েছে। নির্বাচনে ইভিএম ব্যবহার হলে ডিজিটাল কারচুপি হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর