সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব

———— জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করার মানে হচ্ছে জনগণের কণ্ঠ রোধ করা। ডিজিটাল নিরাপত্তা আইন একটা বড় ধরনের আঘাত হিসেবে রাষ্ট্র এবং জনগণের ওপরে আসছে। বর্তমান সরকার একটা গোষ্ঠীগত শাসন কায়েম রাখার জন্য জনগণের অধিকারগুলো সঙ্কুচিত করছে। গতকাল রাজধানীর হাতিরপুলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জনগণের মত প্রকাশের স্বাধীনতাবিরোধী নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এ সময় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, ফিরোজ আহমেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সাকি বলেন, জনগণের কণ্ঠ রোধ করার সব ব্যবস্থা এ আইনে আছে। আমরা এ আইনের বিরুদ্ধে লড়ব। আমরা সব গণতান্ত্রিক শক্তি, যারা বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করে তাদের ঐক্যবদ্ধ করে লড়াই চালিয়ে যাব। এ আইনের বিরুদ্ধে লড়াই বর্তমান স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের একটা অংশ। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ। শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এ আইনের ভিতরে এমন ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে, যা কেবল শাসন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার বিরুদ্ধেই নয়, কার্যত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের পথকেই প্রশস্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর