সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাইবার সচেতনতা মাস আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

‘সাইবার সুরক্ষিত দেশ গড়ার, সম্মিলিত দায়িত্ব সবার’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে সাইবার সচেতনতা মাস শুরু হচ্ছে। এ নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, কলেজ-বিশ্ববিদ্যালয় ও সামাজিক সংগঠনগুলোকে নিয়ে সম্মিলিতভাবে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা সম্পর্কে বাংলাদেশে সচেতনতা বাড়ানোর জন্য সংগঠনটি মাসব্যাপী কাজ করবে। ২০০৪ সাল থেকে সারা বিশ্বে প্রতি অক্টোবরে মাসব্যাপী সাইবার সচেতনতা বিষয়ক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বাংলাদেশে ২০১৬ সালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করে সিসিএ ফাউন্ডেশন। বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ক্যাম্পেইন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর