সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আজ থেকে মাঠে থাকছে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের চারটি টিমের সঙ্গে আজ থেকে সাতদিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে দলের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ। একাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি, বিএনপি-জামায়াত জোটের অপরাজনীতি, মিথ্যাচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এই কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এ প্রসঙ্গে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে যুবলীগ নেতা-কর্মীরাও মাঠে থাকবে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, আমাদের লক্ষ্য আগামী নির্বাচনে ঢাকা দক্ষিণের প্রতিটি আসন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। সেই লক্ষ্যে আজ আজিমপুর মোড়, ২ অক্টোবর সূত্রাপুর সাদেক হোসেন খোকা মাঠ, ৩ অক্টোবর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ঈদগাহ মাঠ, ৪ অক্টোবর কদমতলী বালুর মাঠ, ৫ অক্টোবর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ সংলগ্ন, ৬ অক্টোবর মুগদা এবং ৭ অক্টোবর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নৌকার পক্ষে গণসংযোগ করবো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর