মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

উচ্চশিক্ষা নিতে চীন যাচ্ছেন কারিগরির ৪৭৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

চীন সরকারের বৃত্তি নিয়ে কারিগরি শিক্ষার ৪৭৪ জন চীনে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন। এ শিক্ষার্থীরা সেখানে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ও সমমানের কোর্সে অংশ নেবেন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে গতকাল ‘চায়না টিভিইটি স্কলারশিপ-২০১৮’-এর আওতায় স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে কারিগরি শিক্ষাকে ভিত্তি হিসেবে নিতে হবে। শিক্ষা হওয়া উচিত দক্ষতানির্ভর। কারণ দক্ষতা অর্জন করতে না পারলে শিক্ষা নিয়ে বেকারত্বের যন্ত্রণা মোকাবিলা করতে হবে। দক্ষতানির্ভর কারিগরি শিক্ষাই কেবল দেশকে দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্ত করতে পারে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর প্রেসিডেন্ট এ কে এম এ হামিদ বক্তব্য দেন।

পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চীনের ভিসাসহ পাসপোর্ট তুলে দেন।

সর্বশেষ খবর