শিরোনাম
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চার্জশিটভুক্ত আসামি কানাডা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

নিজ সংগঠনের নেতা হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি সোহেল শাহরিয়ার ওরফে শটগান সোহেল এখন স্বেচ্ছাসেবক লীগেরই কানাডার সাধারণ সম্পাদক হয়েছেন। ১৪ সেপ্টেম্বর কানাডায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘স্বেচ্ছাসেবক লীগের কানাডা’ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির সভাপতি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ফয়জুল করিম।  জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের মতি-মহসিন কমিটির সদস্য, ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. কাউছার আলীকে ২০০৮ সালের ৪ মার্চ রাজধানীর শাহজাহানপুরে দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর নিহতের চাচা মো. আমির আলী মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশের তদন্তে কাউছার আলী হত্যার মূল ঘাতক হিসেবে হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রলীগের সাবেক নেতা শাহজাহানপুরের সোহেল শাহরিয়ার ওরফে শটগান সোহেলের নাম প্রকাশ পেলে দেশ থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নেন তিনি। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশের তদন্তে রাজধানীর শীর্ষ সন্ত্রাসী জাফর আহম্মেদ ওরফে মানিকসহ বেশ কয়েকজনের নাম উঠে এলে তারাও দেশ থেকে পালিয়ে যান। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কাউছার আলী হত্যা মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি সিএমএম আদালতে চার্জশিট দাখিল করে সিআইডির তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রতন কৃষ্ণ নাথ।  সংগঠনের নেতা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকে কানাডা শাখার সাধারণ সম্পাদক করায় সংগঠনের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।

সর্বশেষ খবর