শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মানুষ আওয়ামী লীগ-বিএনপিকে আর চায় না : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

মানুষ আওয়ামী লীগ-বিএনপিকে আর চায় না : এরশাদ

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টিকে চায়। কারণ মানুষ জানে জাতীয় পার্টিই দেশে সুশাসন দিতে পারবে। ভয় অর ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় পার্টির বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১ সার্কেলের স্পেক্ট্রা কনভেনশন হলে জাতীয় পার্টির সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নেতৃবৃন্দের জন্য দিনব্যাপী স্টার্টআপ কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালাটি পরিচালনা করেন হুসেইন মুহম্মদ এরশাদের তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির। বিষয়ভিত্তিক আলোচনা করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাঈদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, আজম খান, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর