শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শরতেই শীতের সবজিতে ভরে গেছে কাঁচাবাজার, দাম চড়া

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ঋতুর হিসাবে শীত আসতে এখনো দুই মসের বেশি বাকি। কিন্তু শরতকালেই শীতের তাজা শাক-সবজিতে ভরে গেছে রংপুরের কাঁচাবাজার। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, লাউ, বরবটি, বেগুন, মুলা, ধনেপাতা, লালশাক ও পালংশাকসহ বিভিন্ন প্রকার শীতের সবজি থরে থরে শোভা পাচ্ছে দোকানে। তবে দাম বেশ চড়া। এরপরও শীতের শাক-সবজির প্রতি ক্রেতাদের আকর্ষণ প্রবল। গতকাল রংপুরের কাঁচাবাজারের বড় মোকাম সিটি বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৮০ থেকে ৮৫, বাঁধাকপি ৪৫, বেগুন শিম ৮০ টাকা, টমেটো ৮০-৯০ টাকা, মুলা ৪০-৬০ টাকা, গাজর ৮০-৯০ টাকা, বরবটি ৮০ টাকা, বেগুন ৩৫ টাকা, করলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া কাঁকরোল, চিচিঙ্গা, পোটল, ঢেঁড়স, ধুন্দল ও ঝিঙা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। আকার ভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। কাঁচামরিচের কেজি কমে ১০০ টাকায় এসেছে। সব ধরনের শাক ৪০-৪৩ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ধানেপাতার কেজি ২০০ টাকা। সিটি বাজারে কথা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদের সঙ্গে। তিনি বলেন, বাজারে আগাম শীতের সবজি পাওয়া গেলেও দামটা বেশ চড়া। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে। তার পরও কিনতে হচ্ছে। রিকশাচালক তমিজ উদ্দিন বলেন, ‘শীতের সবজি দেখলে কিনব্যার মন চায়। কিন্তু দাম শুনলে খাওয়ার শখ মিটি যায়।’ পাইকারি সবজি বিক্রেতা জহুরুল ইসলাম জানান, শীত আসতে অনেক দিন বাকি থাকলেও অধিক মুনাফার আশায় চাষিরা এখন শীতের শাকসবজি আগাম চাষ করছেন। যে কারণে আগাম শীতের সবজি বাজারে আসছে। বেশি দামে কেনার কারণে আমরাও চড়া দামে বিক্রি করছি। তবে আমদানি বাড়লে দামও কমে আসবে। একই মন্তব্য করেন খুচরা বিক্রেতা মমিন উদ্দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর