শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার সন্তানদের সমাবেশ আজ

শাহবাগ ফের অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে ফের শাহবাগে অবরোধ শুরু করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। এ ছাড়া বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে প্রতিবন্ধীরাও গতকাল বেলা ৩টা থেকে অবস্থান শুরু করে। এতে শাহবাগ এলাকায় ছুটির দিনেও দেখা দেয় তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়ে বারডেম ও বিএসএমএমইউতে আসা রোগী এবং এই পথে চলাচলকারী যাত্রীরা। এদিকে আজ শনিবার বেলা ৩টায় শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা। গতকাল বেলা ৩টার পর মুক্তিযোদ্ধার সন্তানরা অবস্থান কর্মসূচি শুরু করে। মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়। শাহবাগ মোড়ে অবরোধ থাকায় মত্স্য ভবন, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজারের দিক থেকে আসা গাড়িগুলো থমকে পড়ে। এতে অচলাবস্থার সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। এ সময় তারা ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে স্লোগান দেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন জানান, মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে বুধবার রাত সাড়ে ৮টা থেকে শাহবাগ মোড় অবরোধ করা হয়। গতকাল মেডিকেলে ভর্তি পরীক্ষা থাকায় অবরোধ স্থগিত করা হয়েছিল। বেলা ৩টা থেকে ফের শাহবাগে অবরোধ শুরু করা হয়েছে। মুক্তিযোদ্ধা মঞ্চ নাম দেওয়া এ আন্দোলন চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর