শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জুয়েল আইচের জাদুর স্টাইলে ভোট কারচুপি সম্পর্কে সাবধান!

---------- সেলিম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জাদুকর জুয়েল আইচের জাদুর স্টাইলে কেউ যাতে ভোট কারচুপি করতে না পারে সে ব্যাপারে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন। সিপিবি সভাপতি গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে তার দলের আয়োজিত ‘দুঃশাসন হঠাও, গণতন্ত্র বাঁচাও’- ‘দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোল’ শীর্ষক সমাবেশে বক্তৃতা করছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তিনি বলেন, ইদানীং যেভাবে ভোট হচ্ছে তা জাদুকর জুয়েল আইচের জাদুর মতো। বাইরে থেকে বোঝার উপায় থাকে না যে, যা দেখছি তা সত্য নয়। ভোটও তেমনি। বাইরে থেকে মনে হয় সুষ্ঠুভাবেই হচ্ছে। কিন্তু ভিতরে ভিতরে চলে কারচুপি। সিপিবি নেতা বলেন, অবস্থার পরিবর্তনের জন্য আওয়ামী লীগ-বিএনপির বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির ঐক্য গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, এদেশে অন্য কোনো ভিশন নয়, মুক্তিযুদ্ধের ভিশন বাস্তবায়ন করতে হবে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সেলিম বলেন, আমাদের ভিশন মুক্তিযুদ্ধ-৭১ বাস্তবায়নে আমরা এগিয়ে যাব। অধিকার বাস্তবায়নে সংগ্রাম করতে হবে, প্রস্তুত হোন। সেলিম বলেন, কমিউনিস্ট পার্টিকে দমন-পীড়ন করে দমিয়ে রাখা যাবে না। আমরা লোভ ও ভয়ের কাছে মাথা নত করি না। আইয়ুবের শাসন থেকে ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করছি। বর্তমানে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এটা বরদাস্ত করা যায় না। ‘নির্বাচনকালীন সরকার শুধু রুটিন অনুযায়ী কাজ করবে’ কথাটা সংবিধানে লিখে দিতে হবে। তাহলে কোনো সমস্যা থাকবে না। দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার তৈরি করতে হবে। সেলিম আরও বলেন, আওয়ামী লীগ নেতারা বিভিন্ন সভা-সমাবেশে বলছেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। এভাবে বলাটা বেআইনি। কারণ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। তিনি অভিযোগ করেন যে, গণতন্ত্র হরণের চক্রান্ত চলছে। এ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ বিপ্লব ঘটাবেই, সেদিন বেশি দূরে নয়। সমাবেশে সিপিবি নেতা শাহা আলম, রুহিন হোসেন প্রিন্স, ডলি তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর