শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

উত্তরায় গ্যাস লাইনের লিকেজে সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় রাস্তা খোঁড়াখুঁড়ির সময় গ্যাস লাইনে লিকেজ হয়ে সরবরাহে বিঘ্ন ঘটেছে। ওই এলাকার বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। গতকাল রাত পৌনে ৯টায় উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ঢাকা-গাজীপুর এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ করার সময় গ্যাসের মূল লাইন লিকেজ হয়। এ ঘটনায় উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় একটি গ্যাস লাইন লিকেজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) সদস্যরা গ্যাস লাইন মেরামতের কাজ করে। গ্যাসের লাইন বন্ধ করা হলে ফায়ার সার্ভিস চলে আসে। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, গ্যাসের মূল লাইন লিকেজ হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। কিন্তু রাত ১২টার দিকে গ্যাস বন্ধ করা হয়েছে। যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর