শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মুম্বাইয়ে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকড ১৪৩ কোটি রুপি খোয়া

প্রতিদিন ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ মরিশাসের একটি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ১৪৩ কোটি রুপি হাতিয়ে নিয়েছে সাইবার দুর্বৃত্তরা। গতকাল সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ভারতে দ্য স্টেট ব্যাংক অব মরিশাসের (এসবিএম) মুম্বাই শাখার অ্যাকাউন্ট হ্যাক করে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এনডিটিভি জানিয়েছে, ব্যাংকটির পক্ষ থেকে মুম্বাই পুলিশ ইকোনমিক অফেনসেস উইংয়ের (ইওডব্লিউ) কাছে অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট শাখায় এই হ্যাকের ঘটনা ঘটেছে। এসবিএম কর্তৃপক্ষ বলছে, কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের সার্ভার থেকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিয়ে অন্য দেশের বিভিন্ন অ্যাকাউন্টে পাচার করেছে। ইওডব্লিউ এবং সাইবার বিশেষজ্ঞরা বিষয়টি তদন্ত করে দেখছে। ভারতের মুম্বাই ছাড়াও চেন্নাই, হায়দরাবাদ ও অন্ধ্রপ্রদেশের রামচন্দ্রপুরামে মরিশাস কেন্দ্রীয় ব্যাংকের শাখা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর