শিরোনাম
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আরেকটি ৫ জানুয়ারির নির্বাচন হতে দেব না : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন সারা দেশের সামনে আমাদের লজ্জায় ফেলেছে। এ নির্বাচন সারা বিশ্বের সামনে বাংলাদেশকে লজ্জায় ফেলেছে। তাই আরেকটি ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হতে দেব না।

গতকাল বিকালে রাজধানীর তোপখানায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  মান্না বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারতসহ সবাই বলছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কারণ তারা জানে এ দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয় না। আমরাও বলছি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। তিনি উল্লেখ করেন, পুলিশ দেখে মানুষ এখন দশ হাত দূরে দূরে হাটে। র‌্যাব দেখলে মানুষের ভয়ে ভিতরটা কাঁপতে থাকে। মানুষের আস্থা কেবল সেনাবাহিনীর ওপর। আগামী নির্বাচনে তাদের সরাসরি তত্ত্বাবধায়নের দায়িত্ব দিতে হবে। ইভিএম নিয়ে ষড়যন্ত্র চলছে। ইভিএম পদ্ধতি অবশ্যই বাতিল করতে হবে। ১০০ আসনে ইভিএম হলে ১০০ আসনেই তাদের দুর্বল প্রার্থীকেও পাস করানো হবে। পরে মাত্র ৫৫ আসন পেলেও তারা ক্ষমতায় যেতে পারবে। এটাই তাদের কৌশল। সব কিছু ঠগবাজি, চুরি ও দখল করার পদ্ধতি নিয়েছে সরকার।

ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, সমাজের গভীরে আজ অসুখ। মিথ্যে বলতে কেউ কোনো দ্বিধা করে না। যারা দেশ গড়বেন, দেশকে সামনের দিকে নিয়ে যাবেন তাদের মধ্যে এ প্রবণতা খুব বেশি। এভাবে চললে দেশে সুষ্ঠু নির্বাচন নয়, প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে ভণ্ডামির নির্বাচন সবাই দেখেছেন। এ সরকারকে নির্বাচিত সরকার বলা যায় না। চট্টগ্রামে জনসভার এখনো অনুমতি পাওয়া যায়নি উল্লেখ করে মান্না বলেন, অনুমতি না দিলেও আমরা যাব। রাস্তায় হাঁটতে হাঁটতে যার সঙ্গে দেখা হবে সালাম দেব। লালদীঘিতে গিয়ে বসে বসে চানাচুর খাব। আমরা যাবই। আমরা জানি আপনারা কত নিষ্ঠুর হতে পারেন। আমরা জানি জনগণ কত ক্ষমতা রাখে আপনাদের প্রতিহত করার। আমাদের কেউ ঠেকাতে পারবে না। মানুষের মধ্যে যে সাড়া, ঐক্য, প্রত্যয় দেখতে পাব তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেব। মানুষের শক্তির ওপর নির্ভর করেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

মতবিনিময় সভায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ফজলুল হক সরকারের সভাপতিত্বে সদস্য আতিকুর রহমান, মমিনুল ইসলাম, শহীদুল্লাহ কায়সার, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ডা. জাহিদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর