শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে আমাকে হেয় করতে কারাগারে বসে ষড়যন্ত্র করা হয়েছে

——— শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, ‘নির্বাচনে আমাকে হেয় করতে কারাগারে বসে ষড়যন্ত্র করা হয়েছে।’ তিনি গতকাল সন্ধ্যায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের চটলা মাঠে উঠান বৈঠকে বক্তৃতা করছিলেন। এতে সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সভাপতি মোহাম্মদ আলী, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, সাবেক ছাত্রলীগ সভাপতি এহসানুল হক নীপু, সাফায়েত আলম সানি, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।

শামীম ওসমান বলেন, তার কাছে কাছে তথ্য আছে, সুশীল নামধারী কিছু লোক এবং এক আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৈঠক করেছে। তাকে নির্বাচনের আগে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে। তিনি বলেন, ‘তারা এর আগেও বহু ষড়যন্ত্র করেছে। এখন এদের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে একটি বাংলা ও ইংরেজি পত্রিকা। তারা হিংসায় জ্বলছে। ভোট ও নির্বাচনের মাঠে আমাকে ঘায়েল করতে ব্যর্থ হয়ে এখন ন্যক্কারজনক কৌশল অবলম্ব করছে।’ শামীম ওসমান বলেন, ‘এরা এতটাই জঘন্য যে, আমাদের মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকতেও তাদের হাত কাঁপেনি। আর আমি তো একজন সাধারণ মানুষমাত্র। দুঃখের বিষয়, এদের সঙ্গে মুখে আমাদের দল করে এমন ব্যক্তিরাও আছে, যাদের সঙ্গে রয়েছে বিএনপি-জামায়াত কানেকশন।’

এই ষড়যন্ত্রীদের সম্পর্কে সতর্ক থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। ষড়যন্ত্রীদের বিরুদ্ধে তিনি বলেন, ‘খেলুন। খেলে কোনো লাভ হবে না। আপনারা তো আমার বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর শোকার্ত পরিবার নিয়ে খেলেছেন। সেই নোংরামি সহ্য করেছি। মৃত ভাইকে নিয়ে ওরা অনেক উল্টাপাল্টা কথা বলেছে।’

 তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, ‘কোনো চক্রান্তকে ওসমান পরিবার ভয় পায় না। এ পরিবার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না।’ চক্রান্তকারীদের আচার-আচরণের ওপর সতর্ক নজর রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

সর্বশেষ খবর