শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইউপিডিএফের বিরুদ্ধে তরুণীকে পাশবিক নির্যাতনের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি

অস্ত্রের মুখে অপহরণ করে চার মাস ধরে এক তরুণীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিভীষিকাময় সময়ের বর্ণনা দেন ভুক্তভোগী তরুণী।লিখিত বক্তব্যে এই তরুণী বলেন, ইউপিডিএফ প্রসীত গ্রুপের হয়ে কাজ করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৭ আগস্ট রাঙামাটি সদরের বোধিপুরের বাড়ি থেকে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়। রাঙামাটির ধর্মঘর, জীবতলী ও ডুলুছড়ি এলাকার বিভিন্ন স্থানে বন্দী অবস্থায় তার ওপর চলে পাশবিক নির্যাতন। ১৯ নভেম্বর ডুলুছড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল দল দেখে সন্ত্রাসীরা তাকে রেখে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় তিনি চার মাসের বন্দীদশা থেকে মুক্তি পান।

অপহরণ ও নির্যাতনের ঘটনায় রাঙামাটি কোতোয়ালি থানায় ভুক্তভোগী তরুণী অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা করেছেন।

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ওই তরুণী।

সর্বশেষ খবর