রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডেসটিনি কর্ণধারদের মুক্তি দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ডেসটিনি কর্ণধারদের মুক্তি দাবিতে মানববন্ধন

ডেসটিনি কর্ণধারদের মুক্তি দাবিতে গতকাল মানববন্ধন করা হয় —বাংলাদেশ প্রতিদিন

ডেসটিনির চেয়ারম্যান, এমডিসহ পরিচালকদের মুক্তি দাবিতে বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকরা রাজধানীতে মানববন্ধন করেছেন। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমীন, ডেসটিনি এগ্রো লিমিটেডের পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও ডায়মন্ড এক্সিকিউটিভ সাইদুল ইসলাম রুবেলের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ‘ডেসটিনির মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত নই। প্রতারিতও হইনি। ডেসটিনিতে অর্থ পাচার বা মানি লন্ডারিংয়ের অভিযোগ নেই। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্যের ভিত্তিতে ডেসটিনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিনা অপরাধে ডেসটিনির কর্ণধারদের প্রায় সাত বছর কারাগারে আটক রাখা হয়েছে। অন্যায়ভাবে ৪৫ লাখ ক্রেতা-পরিবেশকের কর্মসংস্থান কেড়ে নেওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি।’ মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, শরীফুল ইসলাম গাজী, ওয়াসিম আকরাম, মাসুদ পারভেজ, সিরাজাম মনির, আবদুল্লাহ আল মামুন, তোফাজ্জেল হোসেন মানিক, শাহজালাল আনসারী, কাজল কুমার সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর