বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাজ মো. ইসমাইল নওয়াব, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এম. তাজুল ইসলাম, ক্লেইমস কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মামুন, অডিট কমিটির চেয়ারম্যান জাবেদ আহমেদসহ সিইও মো. আবদুল মতিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

অবিভক্ত ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের মৃত্যুবাষির্কী উপলক্ষে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় ডিএসসিসির মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও হাজী সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরা উপস্থিত ছিলেন। এছাড়া সকালে আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজন করে স্মরণসভা ও দোয়া মাহফিল। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোহাম্মদ হানিফের একমাত্র পুত্র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পিতার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। এদিকে গতকাল থেকে দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে মেয়র হানিফ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।

সর্বশেষ খবর