শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারপারসন জেফরি

প্রতিদিন ডেস্ক

ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারপারসন জেফরি

নিউইয়র্কের ওজোন পার্ক-ব্রুকলিন নিয়ে গঠিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান হাকিম জেফরি কংগ্রেসনাল ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারপারসন হলেন। ২৮ নভেম্বর এ নির্বাচনে অপর প্রার্থী ছিলেন কংগ্রেসনাল ব্ল্যাক ককাসের মেম্বার কংগ্রেসওম্যান বারবারা লি (৭২)। এনআরবি নিউজ। উল্লেখ্য, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি গত মধ্যবর্তী নির্বাচনে পুনরায় জয়ী হতে না পারায় এ পদটি হারান। এজন্য এ আসনে ডেমোক্র্যাটরা নির্বাচনের আয়োজন করেন। ১২৩ ভোট পেয়ে হাকিম জেফরি (৪৮) জয়ী হন। বারবারা লি পেয়েছেন ১১৩ ভোট। প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলসি। জোসেফ ক্রাউলি জয়ী হলে স্পিকার হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তৃণমূলের সঙ্গে সম্পর্কচ্ছেদের কারণে তিনি সোশ্যালিস্ট-ডেমোক্র্যাট হিসেবে পরিচিত তরুণী প্রার্থী আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজের কাছে ধরাশায়ী হয়েছেন। কংগ্রেসনাল বাংলাদেশ ককাসেরও চেয়ারম্যান ছিলেন ক্রাউলি। এ আসনে সম্ভবত কংগ্রেসওম্যান গ্রেস মেং অধিষ্ঠিত হবেন। কারণ, ক্রাউলির মতো তারও প্রবল ভূমিকা রয়েছে বাংলাদেশিদের ব্যাপারে।

সর্বশেষ খবর