বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন কমিশন দ্বিমুখী নীতি অবলম্বন করছে

——— ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ। গতকাল এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করে আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ৩০০ প্রার্থীর মধ্যে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত হয়নি রিটার্নিং অফিসারের বাছাইয়ে। যার বেশিরভাগই বাতিল করা হয়েছে ঠুনকো অজুহাতের ভিত্তিতে। তিনি বলেন, ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ইসলামী আন্দোলনের যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে; তাদের প্রায় সবার ক্ষেত্রেই খুবই লঘু কারণ ছিল। ইউনুছ আহমাদ বলেন, প্রার্থিতা বাতিল করার মাধ্যমে ইসলামী আন্দোলনের  অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যাবে না। আমরা প্রার্থিতা বাতিলের ত্রুটিপূর্ণ এই কার্যক্রমকে আইনিভাবে চ্যালেঞ্জ করছি। আমরা আপিল করেছি। আশা করছি, আমরা সুবিচার পাব, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একপেশে নীতিতে চলছে। দলভেদে তারা আচরণবিধি পাল্টাচ্ছে। নির্ধারিত সময়ের আগে প্রচারণা ও শোডাউন নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের অনেক প্রার্থী নির্দ্বিধায় আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। অথচ নির্বাচন কমিশন সম্পূর্ণ নির্বিকার। বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মতান্ত্রিক সাংগঠনিক কাজেও আচরণবিধি লঙ্ঘনের নামে বাধা সৃষ্টি করা হয়েছে ।

সর্বশেষ খবর