শিরোনাম
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে দিনব্যাপী বিজয়োৎসব

নিজস্ব প্রতিবেদক

নানা আয়োজনে গতকাল ৪৮তম বিজয় দিবস উদযাপন করেছে জাতীয় প্রেস ক্লাব। সকালে ক্লাব প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয়োৎসবের কর্মসূচি শুরু হয়। বিজয়োৎসবের দিনব্যাপী কর্মসূচিতে ছিল— বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময়, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা, সদস্যসহ ক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় সাইফুল আলম বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে যে কোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে। সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নস্যাতের ষড়যন্ত্র এখনো চলছে। দেশের গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থেই আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ ছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ নেতারা। বিকাল থেকে প্রেস ক্লাব প্রাঙ্গণে শুরু স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন ক্লাব সদস্য ও তাদের সন্তানেরা। বিকালের অনুষ্ঠানে বক্তৃতায় সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন আজ জাতীয় প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আগামীকাল ১৮ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ক্লাব সদস্যদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর