সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে বিজয় দিবস উদযাপিত

নয়াদিল্লি প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ৪৮তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিনের কর্মসূচির মধ্যে ছিল উপ-হাইকমিশনার এটিএম রকিবুল হাসানের জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত বাজানো, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ। বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী কলকাতায় বিজয় দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধে ভারতের সর্বাত্মক সমর্থন এবং মুক্তিসেনাদের পাশাপাশি যুদ্ধ করতে গিয়ে ভারতীয় সেনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের কথা মিশন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

১৯৭১-এর শহীদদের এবং ১৯৭৫-এর ১৫ আগস্ট শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাতের জন্য করা হয় বিশেষ মোনাজাত।

বিজয় দিবস উপলক্ষে নয়াদিল্লি মিশনে সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর