শিরোনাম
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ

—যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম বলেছে, ৩০ ডিসেম্বর ভোটের ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, না পিছিয়ে যাবে তা নির্ভর করছে ওইদিনের ভোটের ওপর। খবর এনআরবি নিউজ।

১৪ ডিসেম্বর নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ফোরাম নেতারা এ কথা বলেছেন। ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সেক্রেটারি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আবদুুল কাদের মিয়া, ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার চুন্নু, হারুন ভূইয়া, বিজয় দিবস উদ্যাপন কমিটির সমন্বয়কারী শুভ রায়, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস ও উইলি নন্দী, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবুল কাশেম, ফোরামের নির্বাহী সদস্য লাবলু আনসার, নান্টু মিয়া ও এ টি এম মাসুদ রানা। বক্তারা জানান, একাত্তরের হায়েনারা আবারও ধানের শীষের আড়ালে সংঘবদ্ধ হচ্ছে। যে কোনো সময় ছোবল মারতে পারে। তাই সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।

সর্বশেষ খবর