বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইলিয়াসপত্নীর মনোনয়ন পত্রের বৈধতা নিয়ে হাই কোর্টের আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে লুনার করা আবেদনের শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ ‘নো অর্ডার’ দেয়। এর ফলে হাই কোর্টের আদেশ বহাল থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রীর আর প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে না বলে আইনজীবীরা জানান। আদালতে লুনার পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, হাই কোর্ট লুনার মনোনয়ন তিন মাসের জন্য স্থগিত করেছিল।

 আপিল বিভাগ হাই কোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ না দেওয়ায় তিনি নির্বাচন করতে পারবেন না। এর আগে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্ট। এক রিটের শুনানি নিয়ে ১৩ ডিসেম্বর এই আদেশ দেয় হাই কোর্ট।

সর্বশেষ খবর