বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভারত তিন পর্যবেক্ষক পাঠাচ্ছে

নয়াদিল্লি প্রতিনিধি

ভারত বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনজন পর্যবেক্ষক পাঠাচ্ছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা গত মঙ্গলবার ওই তিন পর্যবেক্ষকের নাম চূড়ান্ত করেছেন। ২৮ ডিসেম্বর তারা বাংলাদেশে পৌঁছাবেন। ভোট দেখে তারা দেশে ফিরবেন ৩১ ডিসেম্বর।

এই তিন নির্বাচন পর্যবেক্ষক হলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অফিসার আরিজ আফতাব, ছত্তিশগড়ের মুখ্য নির্বাচন অফিসার সুব্রত সাহু ও ভারতের নির্বাচন কমিশনের সচিব সুমন কুমার দাস। বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণে এ তিন পর্যবেক্ষক ঢাকা যাচ্ছেন।           

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর