বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বরগুনা-২

রিমনের বিরুদ্ধে তদন্ত শুরু

বরগুনা প্রতিনিধি

বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত বুধবার শুরু করেছে নির্বাচনী তদন্ত কমিটি। তদন্তে রয়েছেন বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ ও নির্বাচনী তদন্ত কমিটির বিচারক মো. মাসুম বিল্লাহ। তার সঙ্গে ছিলেন বরগুনা জেলার সহকারী জজ সঞ্জয় পাল। ১৭ ডিসেম্বর সোমবার বরগুনা-২ আসনের পাথরঘাটা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে রিমনের সমর্থকরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম সরোয়ার হিরুর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। হিরুর নির্বাচনী সমন্বয়কারী আবুল কালাম এ বিষয়ে নির্বাচনী তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ করেন।

তদন্ত কমিটি পাথরঘাটা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা হয়েছে।

প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন বলেন, পোস্টার ছেঁড়া আর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভুয়া-বানোয়াট। তারা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ অভিযোগ করছে। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, আচরণবিধি লঙ্ঘনের সব অভিযোগ এই কমিটি তদন্ত করবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর