শিরোনাম
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আমাদের প্রয়োজনে বার বার দরকার শেখ হাসিনার সরকার

—এ কে আজাদ

নিজস্ব প্রতিবেদক

আমাদের প্রয়োজনে বার বার দরকার শেখ হাসিনার সরকার

এফবিসিসিআইর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ বলেছেন, আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশে ১০০টি অর্থনৈতিক জোন হবে না। পায়রা বন্দর গভীর সমুদ্রবন্দর হবে না। বেসরকারি খাতের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আমাদের প্রয়োজনে বার বার দরকার শেখ হাসিনার সরকার। গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কে আজাদ বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে যদি আজকের প্রধান অতিথি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বিজয় লাভ করেন তাহলে আবারও প্রধানমন্ত্রী হবেন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, তাঁকে প্রধানমন্ত্রী হওয়া জরুরি, নাকি তাঁকে আমাদের প্রধানমন্ত্রী বানানো জরুরি? কারণ আওয়ামী লীগের যে ইশতেহার, তা বাস্তবায়নের জন্য তাকে প্রধানমন্ত্রী হওয়া জরুরি। তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ যখন দায়িত্ব নেয়, তখন ৩ হাজার ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। এখানে (ইশতেহার দেখিয়ে) দিয়েছেন, আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করতে পারলে ২৮ হাজারে উন্নীত করবেন। তিনি বলেন, সরকারি খাতে প্রতি বছর ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়। প্রতি বছর ২৫ লাখ মানুষকে কর্মসংস্থানে আনতে হবে। সেজন্য বেসরকারি খাতের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০টি অর্থনৈতিক জোন করবেন। যার ১০টির কাজ শেষ পর্যায়ে। যদি প্রধানমন্ত্রী নির্বাচিত না হন, তাহলে কি অর্থনৈতিক জোন হবে? এ সময় উপস্থিত ব্যবসায়ীরা ‘না না’ বলেন। পায়রা গভীর বন্দর হবে? হবে না। দেড় কোটি মানুষের কর্মসংস্থান করবেন। এজন্য তাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর