বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করা যায় না : মেনন

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে ড. কামাল হোসেন ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। কিন্তু যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে তো যুদ্ধাপরাধীদের বিচার করা যায় না। গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মেনন। শাহরিয়ার কবিরের ‘ভুলি নাই’ প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আরও বলেন, ২০০১ সালের পর থেকে বিএনপি-জামায়াত জোটের সময়ে সংখ্যালঘুদের ওপর হামলা-আক্রমণ পরিকল্পিত, এ নিয়ে সন্দেহ নেই। সংখ্যালঘুদের নির্যাতন করে তাদের সম্পদ দখল করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এসব ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছে। দুর্বৃত্তরা যেন এমন পরিস্থিতি সৃষ্টির কোনো সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ঐক্যফ্রন্টের ইশতেহারে কথা বলা হয়েছে। কিন্তু তাদের বিচারের জন্য বিএনপি ইশতেহারে কিছু বলেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর