বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব আমাদের মর্যাদা দেয় : সুফি মিজানুর রহমান

বিশ্বের জমিনে এখন যেখানে যাই সেখানের মানুষ আমাদের মর্যাদার চোখে দেখে

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব আমাদের মর্যাদা দেয় : সুফি মিজানুর রহমান

বিশিষ্ট ব্যবসায়ী ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান বলেছেন, বিশ্বের যেখানে যাই, সেখানকার মানুষ আমাদের মর্যাদা দেয়। বিশ্বের বিভিন্ন ব্যাংক আমাদের কোটি কোটি টাকা লোন দিতে চায়, কারণ শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কারণে। গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   সুফি মিজানুর রহমান তার বক্তব্যের শুরুতে ‘এক নদী রক্ত পেরিয়ে’ গানের কয়েকটি লাইন গেয়ে শোনান। এরপর তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন পতাকা দিয়েছেন। আমাদের পরাধীনতার গ্লানি মুছে দিয়েছেন। বিশ্বের জমিনে এখন যেখানে যাই সেখানের মানুষ আমাদের মর্যাদার চোখে দেখে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার নেতৃত্বেই আমরা সোনার বাংলা হীরার বাংলায় গড়ে তুলব।  তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মীয় অনুশাসন মেনে চলে। কোনো ভেদাভেদ হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর