বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সিইসিকে মানবাধিকার কমিশন

সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে দৃষ্টি রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

ভোটাধিকারের মতো গুরুত্বপূর্ণ মানবাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছে কি না সে বিষয়ে দৃষ্টি রাখা কমিশনের দায়িত্বের অংশ বলে মনে করছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) উৎসবমুখর পরিবেশে জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিতে পারবে বলে জাতীয় মানবাধিকার কমিশন বিশ্বাস করে। এ বিষয়ে ইসির দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে লেখা এক চিঠিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এসব বিষয় উল্লেখ করেছেন। এ ছাড়া অপর এক চিঠিতে পিছিয়ে পড়া, দুর্বল, প্রান্তিক মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়সহ প্রতিটি ভোটারের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করার বিষয় চারটি সুপারিশ করেছেন। এক চিঠিতে তিনি বলেছেন— বিগত সময় বিশেষ করে ২০০১ ও ২০১৪ সালে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে দেশব্যাপী ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। জাতি এ ধরনের সহিংসতা আর দেখতে চায় না। এ জন্য ভোটাধিকারের মতো গুরুত্বপূর্ণ মানবাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছে কি না সে বিষয়ে দৃষ্টি রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর