বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টঙ্গী মাঠে হামলাকারীদের আইনের আওতায় না আনায় আলেম সমাজ মর্মাহত

নিজস্ব প্রতিবেদক

শীর্ষ ওলামায়ে কেরাম তাবলিগের মুরব্বিরা বলেছেন, তাবলিগের সংকট নিরসন ও দোষীদের শাস্তিদানে কালক্ষেপণ শুভ হবে না। তারা বলেন, ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানের সন্ত্রাসী হামলা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করেছে। এতে আলেম সমাজ, তাবলিগের সাথী ও তৌহিদী জনতা হতভম্ব ও মর্মাহত। গতকাল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বোর্ড অফিসে বক্তারা এসব কথা বলেন। শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল্লামা আবদুল কুদ্দুস, মাওলানা ওমর ফারুক, মুফতি নূরুল আমীন, মাওলানা মাহফুজুল হক প্রমুখ। মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, ইঞ্জিনিয়ার মাহফুজ প্রমুখ।

সভায় দাওয়াতে তাবলিগের সংকটপূর্ণ অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাবলিগের মুরব্বি ও শীর্ষ আলেমদের সমন্বয়ে ২৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন এবং আগামী বিশ্ব ইজতেমা যথাসময়ে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি সকাল ৯টায় উত্তরা ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে ওলামা-মাশায়েখ ও তাবলিগের মুরব্বিদের সমন্বয়ে জাতীয় পরামর্শ-সম্মেলনের সিদ্ধান্ত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর