শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নারীর মতামত দেওয়ার জায়গাটা প্রভাবিত করবেন না : কবিতা খানম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নারীরা যাতে সুষুম পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে এবং তাদের মতামত স্বাধীনভাবে প্রয়োগ করে আবার নিরাপদে ফিরে যেতে পারে সেটি নিশ্চিত করতে হবে। কোনোভাবে তাদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। তাদের স্বাধীন মতামতকে প্রয়োগ করার সুযোগ দিবেন। নারীর মতামত প্রদানের জায়গাটাকে প্রভাবিত করবেন না। জাতীয় সংসদ নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভায় একথা বলেন তিনি। গতকাল সকালে নগরীর বিডিএস ক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ইউএনডিপি পরামর্শক এটসুকু হিরাকাওয়া। কবিতা খানম বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে নারীর মতামতকে নারীর মতো করে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা দেবেন। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত নারী সদস্যরা নারী ভোটারদের প্রতি বিশেষ মনোযোগ দেবেন। সবাই মিলে নারীর নিরাপদ পরিবেশ নিশ্চিতের উপায় খুঁজে বের করবেন। আশা করি, নির্বাচনে নারীরা নিরাপদ পরিবেশে উল্লেখযোগ্য হারে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ খবর