শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের নয়টি পেজ বন্ধ করল ফেসবুক

প্রতিদিন ডেস্ক

বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য বাংলাদেশ থেকে খোলা নয়টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল  ফেসবুক জানিয়েছে, গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত্ম করানোর পর বাংলাদেশি নয়টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ফেসবুক জানিয়েছে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম, বিবিসি বাংলাসহ কয়েকটি নিউজপোর্টালের সঙ্গে হুবহু মিল রেখে এসব ভূয়া পেজ খোলা হয়েছে। এসব পাতা ও অ্যাকাউন্টের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।

ফেসবুক বলছে, এই ধরনের আচরণ ফেসবুকের নীতির সঙ্গে যায় না। আমরা চাই না এই নেটওয়ার্ক ব্যবহার করে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সম্পর্কে কেউ বিভ্রান্ত্মি ছড়াক। আর এ কারণেই এগুলো বন্ধ করে দেওয়া হলো।

সর্বশেষ খবর