শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দেশের প্রথম গণিত সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় গণিত সম্মেলন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ‘এ এফ মুজিবুর রহমান-বাংলাদেশ গণিত সমিতি জাতীয় গণিত সম্মেলন’ নামে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী দেশের প্রথম গণিত সম্মেলন। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রায় দুই শতাধিক গবেষক ও গণিতবিদ এতে অংশ নেন। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি বিশিষ্ট মানবাধিকারকর্মী মিসেস খুশি কবির, সম্মেলনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ও সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোবারক হোসেন।

সর্বশেষ খবর