রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাম জোটের প্রার্থীরা ২৪ স্থানে হামলার শিকার হয়েছেন : সিপিবি

নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ও  সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন, সিপিবিসহ বাম জোটের প্রার্থীরা দেশের ২৪টি স্থানে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দাখিল করে কোনো প্রতিকার পাওয়া যায়নি। মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেন, নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পর প্রার্থীদের ওপর একাধিকবার হামলা হয়েছে। সভা-সমাবেশ ও প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নামধারীরাই এসব কর্মকাণ্ডে সরাসরি জড়িত। এসব বিষয়ে স্থানীয় রিটার্নিং অফিসার, স্থানীয় থানা এবং ঢাকায় নির্বাচন কমিশনে প্রতিদিনে ঘটনা জানালেও তারা ব্যবস্থা নিচ্ছেন না। রুহিন হোসেন প্রিন্স গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা ইসিতে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এমন অবস্থায় নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছি।

সিপিবি ও বাম জোটের পক্ষ থেকে বলা হয়, গত কয়েক দিনে সারাদেশের ২৪টি স্থানে প্রার্থীদের ওপর হামলা চালিয়ে নির্বাচনী সমাবেশ ও প্রচারণা পণ্ড করে দেওয়া হয়েছে। কর্মীদের পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। গতকাল টাঙ্গাইল-২ আসনে কাস্তে মার্কার প্রার্থী জাহিদ হোসেন খান, নেত্রকোনা-৪ আসনে জলি তালুকদার, পিরোজপুর-১ আসনে ডা. তপন বসু, বগুড়া-৬ আসনে আমিনুল ফরিদ, সাতক্ষীরায় আজিজুর রহমান ও চাঁদপুরে মই মার্কার প্রার্থী শাহজাহান তালুকদারের ওপর হামলা করেছে ক্ষমতাসীনরা। ক্ষমতাসীনদের হামলার শিকার হয়েছেন নওগাঁ-৪ এর মান্দা উপজেলার শহীদ বাজার এলাকায় কাস্তে মার্কার প্রার্থী ডা. ফজলুর রহমান। সিরাজগঞ্জ-৩ আসনে সিপিবির প্রার্থী মোস্তফা নুরুল আমিনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। ভূঁয়াপুর উপজেলার বামনহাটা হাটে টাঙ্গাইল-২ আসনে সিপিবির প্রার্থী সম্পাদক জাহিদ হোসেন খানের নির্বাচনী পথসভায় প্রচার গাড়ি ও মাইক ভাঙচুর এবং নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। কুমিল্লা-৫ আসনে কাস্তে মার্কার প্রাথী আবদুল্লাহ আল ক্বাফী (রতন)-এর ওপর হামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর