রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিআরবি হাসপাতালে হবে কম খরচে হাঁটু প্রতিস্থাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিদেশের তুলনায় কম খরচে এখন বিআরবি হাসপাতালে হাঁটু প্রতিস্থাপন করা যাবে বলে জানিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ। গতকাল হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন বিআরবি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আবু আলতাফ হোসেন, ডা. সঞ্জয় বাগচী, ডা. মো. রাইসুল তাসনীম।

ডা. আবু আলতাফ হোসেন বলেন, দেশে আধুনিক চিকিৎসার প্রসারে বিআরবি হাসপাতাল অবদান রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় ভারতের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. সঞ্জয় বাগচী এবং আর্থোস্কপিক বিশেষজ্ঞ ডা. মো. রাইসুল তাসনীম সম্প্রতি এই হাসপাতালে হাঁটু প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন। দেশের বাইরে হাঁটু প্রতিস্থাপন করতে খরচ হয় আড়াই লাখ টাকার ওপরে। সেখানে বিআরবি হাসপাতালে এই চিকিৎসা করছে মাত্র ১ লাখ ১০ হাজার টাকায়। রোগীরা যাতে দেশেই সাধ্যের মধ্যে হাঁটু প্রতিস্থাপন করতে পারেন সে জন্য বিশেষ ছাড় দিয়ে এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর