রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে ইসির ‘নিষেধাজ্ঞা’

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিক নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাংবাদিকরা গাড়িতে ইসির স্টিকার ব্যবহার করে সংবাদ সংগ্রহ করতে পারলেও মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ২ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত, ক্ষেত্রবিশেষ আরও অধিককাল মোটরসাইকেল বা অনুরূপ যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগে-পরে মোট চার দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারছেন না।

ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নীতিমালা শুক্রবার জারি করা হয়। নীতিমালায় সাংবাদিকদের বিষয়ে এক ডজনের বেশি দিকনির্দেশনা দেওয়া হয়, যা অমান্য করলে বা ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট সংবাদপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনী আইন, বিধি ও কোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। সব রিটার্নিং কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত নীতিমালা ইতিমধ্যে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর