সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির পরাজয় কেউ ঠেকাতে পারবে না

——— তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির পরাজয় কেউ ঠেকাতে পারবে না। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে ইনশা আল্লাহ। গতকাল দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক উঠান বৈঠকে তোফায়েল আহমেদ এ কথা বলেন। বিএনপিকে ভোট দেওয়া মানে ভোটটি নষ্ট করা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় জেলে রয়েছেন। তার ছেলে তারেক জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি। বিএনপির এখন কোনো নেতা নেই। বিএনপি ডা. কামাল হোসেনকে ভাড়া করেছে।

বিকালে ‘নতুন প্রজন্মের প্রথম ভোট, উন্নয়নের পক্ষে হোক’ এই স্লোগানকে সামনে রেখে নতুন প্রজন্মের এক সমাবেশে তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর বিএনপি ক্ষমতায় আসলে ধ্বংস হবে। তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গ্রামকে শহরে রূপান্তর করা হবে। ক্ষুদামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। আর বিএনপি নির্বাচিত হলে ২০০১ সালের মতো অত্যাচার নির্যাতন হবে। তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে ভোলায় ডিজিটাল পার্ক করা হবে। সেখানে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান হবে। সন্ধ্যার পর বাণিজ্যমন্ত্রী চরসামাইয়া ইউনিয়নের নতুন বাজারে এক পথসভায় অংশ নেন। এসব পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর