বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আন্দামানের একটি দ্বীপ নাম হচ্ছে নেতাজি সুভাষ দ্বীপ

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপের নাম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার রাখছে- নেতাজি সুভাষ চন্দ্র দ্বীপ। নেতাজির আন্দামান সফরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নামকরণ করবেন চলতি মাসে। রস আইল্যান্ডের নাম হবে নেতাজির নামে। অন্য হ্যাভলক দ্বীপের নাম হবে স্বরাজ দ্বীপ এবং নীল দ্বীপের নাম হবে শহীদ দ্বীপ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নামকরণ অনুমোদন করেছে। ১৯৪৩ সালের ত্রিশ ডিসেম্বর এখানকার জিমখানা ময়দানে ভারতের স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই ময়দানের নাম এখন নেতাজি স্টেডিয়াম। নেতাজি সুভাষ চন্দ্র বসু জাপানি ফেজের সহযোগিতায় আন্দামান ব্রিট্রিশদের কবলমুক্ত করেন। তখন তিনি আন্দামান দ্বীপের নাম করেন স্বরাজ দ্বীপ এবং নিকোবর দ্বীপের নাম শহীদ দ্বীপ। বর্তমান মোদি সরকার সেই নাম ফিরিয়ে আনছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর