বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লি. (ইউনিট-২) ও বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লি.-এর ফায়ার কর্মী-শ্রমিকদের মধ্যে অগ্নিসচেতনতা বৃদ্ধি ও যে কোনো অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তিন দিনের প্রশিক্ষণের আয়োজন করে। থিউরিটিক্যাল ও প্রাকটিক্যাল ক্লাস শেষে ফায়ার কর্মী ও শ্রমিকদের মধ্যে মনোবল ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়। মো. আলী মুনসুর কর্মকর্তা (ফায়ার)-এর তত্ত্বাবধানে প্রায় ৫০ জন কর্মী আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক চারটি ফায়ার টিম গঠন করে অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত করেন। অগ্নিনির্বাপণ শেষে তার নেতৃত্বে বিভিন্ন বিভাগ/শাখার কর্মীরা স্ব স্ব কর্মস্থলে ফিরে যান। মৌখিকভাবে মো. মামুনুর রশিদ উপসহকারী পরিচালক (এফ এস সিডি) বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ম লপাড়া নারায়ণগঞ্জ জোন-২কে অবিহিত করা হয়। তিনি মহড়ার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। উক্ত মহড়ায় প্রধান অতিথি ছিলেন নিহার রঞ্জন সরকার প্রকল্প প্রধান (বিপিএম এল-২), সার্বিক সহযোগিতায় ছিলেন মো. শাহাজান, সিনিয়র স্টেশন অফিসার (এফ এস সিডি) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আদমজি সিদ্ধিরগঞ্জ ইপিজেড, নারায়াগণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর