বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুক্তফ্রন্টের ইশতেহারকে ব্যবসায়ীদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারা বাংলাদেশ ও যুক্তফ্রন্টের ইশতেহারে মোবাইল ব্যাংকিং ও রিচার্জ ব্যবসায়ীদের আর্থিক উন্নয়নের স্বার্থে পৃথক ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ায় বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বুলু আরও বলেন, দেশে ১২ লাখ মোবাইল ব্যাংকিং ও রিচার্জ ব্যবসায়ী রয়েছে। ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে এই ব্যাংক চালু করা খুবই সহজ। তারা জনপ্রতি ১০ হাজার করে টাকা দিলে ১ হাজার ২০০ কোটি টাকা উত্তোলন করা সম্ভব। সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের জামানত বাবদ ৪০০ কোটি টাকা দেওয়ার পর বাকি ৮০০ কোটি টাকা দিয়ে ৬৪টি জেলায় নিজস্ব অর্থায়নে ফ্ল্যাট ও বিল্ডিং বানিয়ে ব্যাংকের নিজস্ব কার্যক্রম করা হবে। উদ্বোধনের পরের দিনই ১২ লাখ রিচার্জ ব্যবসায়ী ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী হবেন এই ব্যাংকের গ্রাহক। পৃথিবীর কোনো দেশেই এ ধরনের পরিকল্পনা নিয়ে ব্যাংক চালু করা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর