বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রংপুরে জাপা প্রার্থীর ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আগামী ২৪ ঘণ্টার মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন সংশ্লিষ্টরা দায়ী থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর। গতকাল  দুপুরে মিঠাপুকুরের বলদীপুকুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর বলেন, আমরা হিংসা-বিদ্বেষ চাই না। সুষ্ঠু ও শৃঙ্খলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক এটাই চাওয়া। তিনি আরও বলেন, এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারসহ নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। সরকার দলীয় প্রার্থীর লোকজন ও প্রশাসন প্রতিনিয়ত জাপা নেতা-কর্মীদের গ্রেফতার করছে। তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে হয়রানি করছে। এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর বলেন, রাজনৈতিক বিবেচনায় সরকার দলীয় প্রার্থী তার পছন্দের লোকদের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন। সহকারী রিটার্নিং অফিসারের প্রত্যাহার ও প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নতুন করে নিয়োগ দেওয়াসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ২৪ ঘণ্টার মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর