বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জাতীয় আইনজীবী সমিতির

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে জাতীয় আইনজীবী সমিতি। গতকাল এক বিবৃতিতে সমিতির সভাপতি শাহ মো. খসরুজ্জামান নির্বাচন কমিশন ও সরকারের কাছে এ দাবি জানান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েন করায় নির্বাচন কমিশন বলিষ্ঠ ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের যে কোনো সংকট কিংবা দুর্যোগ মোকাবিলা করতে সেনাবাহিনী অতীতেও ঐতিহাসিক ও গৌরবময় ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচনেও সেনাবাহিনী সংঘাতবিহীন, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের সহায়কশক্তি হিসেবে কাজ করতে সক্ষম হবে। দেশে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বলিষ্ঠ ও সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য দেশের নবীন ও তরুণ আইনজীবীদের প্রতিও বিবৃতিতে আহ্বান জানানো হয়। এ ছাড়া প্রতি নির্বাচনী এলাকায় ‘সংঘাত প্রতিরোধ কমিটি’ গঠন করে নির্বাচনের সময় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে ২৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের গাড়িবহরে হামলা, গুলিবর্ষণসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঘটনার তীব্র নিন্দা জানান খসরুজ্জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর