বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুলিশ প্রসঙ্গে ড. কামালের বক্তব্যের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

পুলিশকে ‘জানোয়ার লাঠিয়াল বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে জাতীয় নির্বাচন কমিশনে দেওয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং সাধারণ সম্পাদক ও ডিএমপির ডিসি প্রলয় কুমার জোয়ারদার স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, এ ধরনের আপত্তিকর, অবিবেচনাপ্রসূত মন্তব্যের মধ্য দিয়ে পুলিশের মতো জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিধানে সার্বক্ষণিক দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার মতো অপপ্রয়াস নেওয়া হয়েছে। যা অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও দুঃখজনক। ড. কামাল হোসেনের মতো মুক্তিযুদ্ধের একজন সংগঠকের কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জাতির মনে ভিন্ন চিন্তার উদ্রেক করে। তার ওই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, আপত্তিকর ও অবিবেচনাপ্রসূত। আমরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর