বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মানবাধিকার কমিশনের নির্বাচনকালীন জরুরি কন্ট্রোল রুম চালু

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অভিযোগ গ্রহণের জন্য জরুরি কন্ট্রোল রুম চালু করেছে মানবাধিকার কমিশন। আগামী শনিবার থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত ১৬১০৮ নম্বরে কল দিয়ে যে কোনো অভিযোগ জানানো যাবে।

মানবাধিকার কমিশনের পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে বিশেষ কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে হবে। ভোটারদের মানবাধিকার লঙ্ঘনের যেন কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়েছে কমিশন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর